ঢাকা, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

‘জুলাই চার্টারের’ই নির্ধারিত হবে নির্বাচন তারিখ: প্রেস সচিব

২০২৫ ফেব্রুয়ারি ১৫ ১৬:৫৭:৩৭
‘জুলাই চার্টারের’ই নির্ধারিত হবে নির্বাচন তারিখ: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : প্রেস সচিব শফিকুল আলম জানিয়ে দিয়েছেন যে, আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, তা ‘জুলাই চার্টারের’ ওপর নির্ভর করবে। তিনি বলেছেন যে, ৬টি সংস্কার কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা হবে এবং সেই আলোচনা শেষে একটি ঐকমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। সেই সিদ্ধান্তই ‘জুলাই চার্টার’ হিসেবে চূড়ান্ত হবে, যা নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করবে।

তিনি আরও জানিয়েছেন যে, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যে নির্বাচনের সম্ভাবনা প্রকাশ করেছেন, তবে কিছু সুপারিশ হয়তো নির্বাচনের আগে বাস্তবায়িত হবে এবং বাকি বাস্তবায়ন পরবর্তী সরকার করবে।

এছাড়া, জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপের সূচনা হয়েছে, যার লক্ষ্য হচ্ছে বাংলাদেশে গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সমাধান ও ডেমোক্রেটিক ট্রানজিশন নিশ্চিত করা।

বৈঠকে অংশ নিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত হয়েছেন, যার মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, এলডিপি, জাতীয় পার্টি, নাগরিক ঐক্য, গণফোরাম এবং অন্যান্য দলের প্রতিনিধিরা রয়েছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে