ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

আ. লীগকে নিষিদ্ধ করতে যা বলছে রাজনৈতিক দলগুলো

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ২০:৪৪:২৬
আ. লীগকে নিষিদ্ধ করতে যা বলছে রাজনৈতিক দলগুলো

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে উঠেছে। উল্লেখযোগ্য দাবিদার দলসমূহের মধ্যে রয়েছে:

গণঅধিকার পরিষদ: দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, 'আওয়ামী লীগকে হিটলারের নাৎসি বাহিনীর মতো নিষিদ্ধ করতে হবে।'

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তুলে আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এই সংগঠন।গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে হামলায় নিহত শহীদ আবুল কাশেমের কফিন নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল করেছে ছাত্র-জনতা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা: গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে তারা।

বিএনপি: সাবেক মন্ত্রী অ্যাড. এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন।

জাতীয় নাগরিক কমিটির আখতার হোসেন: আখতার হোসেন বলেছেন,‘আমরা সরকারের আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নিয়ে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। দল হিসেবে অতি দ্রুত নিষিদ্ধ করতে হবে।’ এসময় তিনি বলেন, ‘বিশিষ্ট নাগরিকের নামে আওয়ামী লীগের খুনের রাজনীতিকে যারা বৈধতা দিতে চায় তাদেরকে ধ্বংস করার জন্য বাংলাদেশের সাধারণ জনগণই যথেষ্ট।’

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে তিনি বলেছেন, 'আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সরকার শিগগিরই পদক্ষেপ নেবে।' এছাড়াও, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন এবং ব্যক্তিরা এই দাবিতে সোচ্চার হয়েছেন। তবে, এসব দাবির পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে এবং এগুলো বাস্তবায়নের জন্য আইনগত প্রক্রিয়া প্রয়োজন।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে