ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

নির্বাচনে ইভিএম না ব্যবহারের পেছনে কারণ জানালেন কমিশন প্রধান

২০২৫ ফেব্রুয়ারি ১৪ ১৩:২৯:১৭
নির্বাচনে ইভিএম না ব্যবহারের পেছনে কারণ জানালেন কমিশন প্রধান

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানিয়েছেন যে, আগামী নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে না। তিনি আজ (২৩ ডিসেম্বর) রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন এবং অতীতে যারা নির্বাচনী অপরাধে জড়িত ছিলেন, তাদের শাস্তি দেওয়া উচিত বলে মন্তব্য করেন।

বদিউল আলম মজুমদার বলেন, "নির্বাচনে 'না' ভোটের বিধান যুক্ত করার বিষয়টি প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয়েছে।" তিনি আরো বলেন, "ইভিএম ব্যবহারের জন্য যারা দায়ী, তাদের ব্যাপারে তদন্ত হওয়া উচিত। নির্বাচন কমিশন যেসব অন্যায় করেছে, তা তদন্ত হওয়া দরকার, নাহলে অন্যায়কারীরা পরবর্তীতে আরও উৎসাহিত হবে।"

তিনি অতিরিক্ত বলেন, "আর যেন স্বৈরাচারী শাসন ফিরে না আসে, সে জন্য সংস্কারের প্রয়োজন রয়েছে।" তাঁর মতে, ক্ষমতাবাদী ও ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ করতে নির্বাচন ব্যবস্থার সংস্কার অত্যন্ত জরুরি।

স্থানীয় সরকার আইন নিয়ে আলোচনা করেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান ড. তোফায়েল আহমেদ। তিনি বলেন, “যদি স্থানীয় সরকার আইন একীভূত করা যায়, তাহলে একই দিনে স্থানীয় সরকার নির্বাচনের ব্যবস্থা করা সম্ভব হবে। এটি একটি নির্দিষ্ট শিডিউলে আয়োজন করা যেতে পারে।”

এই বিবৃতির মাধ্যমে নির্বাচন কমিশন নির্বাচনী প্রক্রিয়ায় নতুন পরিবর্তনের লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা তৈরি করেছে, যার মধ্যে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে