ঢাকা, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানা গেল

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:২৮:১৩
খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উদযাপন করে দেশে ফিরবেন।

বর্তমানে লন্ডনে চিকিৎসাধীন খালেদা জিয়া তার ছেলে তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান এবং নাতনিদের সঙ্গে সময় কাটাচ্ছেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি আরও জানান, খালেদা জিয়া দেশবাসীর দোয়ায় আগের চেয়ে ভালো আছেন এবং মানসিকভাবে রিলাক্স। যুক্তরাজ্য বিএনপি তাকে ঈদ পর্যন্ত লন্ডনে থাকার অনুরোধ জানিয়েছে এবং তিনি ঈদের পরেই বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে মালেক বলেন, শেখ হাসিনা তাকে স্লো পয়জনিংয়ের মাধ্যমে হত্যার চেষ্টা করেছেন। তবে আল্লাহর অশেষ মেহেরবানীতে তার সেই পরিকল্পনা সফল হয়নি।

দেশের পরিস্থিতি নিয়ে খালেদা জিয়ার সঙ্গে কোনো আলোচনা হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মালেক বলেন, তাদের মধ্যে রাজনীতি নিয়ে কোনো কথা হয়নি। তবে খালেদা জিয়ার রাজনৈতিক অনেক উৎস আছে এবং বাংলাদেশের প্রতি তার দৃষ্টি রয়েছে।

উল্লেখ্য, খালেদা জিয়া গত ৮ জানুয়ারি লন্ডন ক্লিনিকে ভর্তি হন এবং ২৫ জানুয়ারি চিকিৎসকদের ছাড়পত্র পেয়ে ছেলের বাসায় ওঠেন।

তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে