ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরীর স্ট্যাটাস ভাইরাল

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ২১:২০:৫২
ছাত্রলীগের নির্যাতনের শিকার ফুলপরীর স্ট্যাটাস ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফুলপরী খাতুন দুই বছর আগে ছাত্রলীগের নেতাকর্মীদের দ্বারা নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি নির্যাতনের রাতের দুঃসহ স্মৃতি নিয়ে ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসটি দ্রুত ভাইরাল হয়েছে। স্ট্যাটাসে তিনি সেই রাতের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি রাতে ফুলপরীকে গণরুমে ডেকে রাতভর নির্যাতন করা হয়। সেই রাতের স্মৃতিচারণ করে ফুলপরী লিখেছেন, "মস্তিষ্ক যতদিন সুস্থ থাকবে, সেই রাত ততদিন স্মৃতি হয়ে থাকবে।"

তিনি আরও উল্লেখ করেন, ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তার জন্য খুব অসহায় সময় ছিল। তিনি কোনো অপরাধ না করা সত্ত্বেও অপমানের শিকার হয়েছিলেন এবং সেই রাতগুলো ছিল তার জীবনের জঘন্যতম রাতগুলোর মধ্যে একটি।

ফুলপরী জানান, তাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যেন কোনো মার্ডার করা আসামির রিমান্ড চলছে। এমনকি শ্বাসকষ্টের জন্য নিজের ইনহেলারটিও তিনি পাননি।

তিনি লিখেছেন, "মনে হচ্ছিল, কোনো মার্ডার করা আসামির রিমান্ড চলছে। সঙ্গে সুইসাইড নোট আর শ্বাসকষ্টের জন্য আমারই ইনহেলার চেয়েও পাইনি।"

তিনি আরও বলেন, তিনি ভয় পান না, কারণ তিনি ছোটবেলা থেকেই অন্ধকার এবং শেয়াল-কুকুরের সাথে বড় হয়েছেন। যারা তাকে হল থেকে বের করে দেওয়ার হুমকি দিয়েছিল, তারা আসলে তার সাহস সম্পর্কে অবগত ছিল না।

ফুলপরী ক্ষোভ প্রকাশ করে বলেন, শুধুমাত্র ক্ষমতার প্রভাব বিস্তারের জন্য কিছু মানুষ একজন সাধারণ, নিরুপায় মানুষকে পঙ্গু করে দিতে চায় এবং তার মাথা উঁচু করে বাঁচার অধিকার কেড়ে নিতে চায়।

ঘটনার পর ফুলপরী বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অভিযোগ করেন, যা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করে। পরবর্তীতে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী মো. মহসীন গণমাধ্যমে আসা প্রতিবেদনের ভিত্তিতে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য রিট করেন।

এরফলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট ওই ঘটনায় জড়িত পাঁচ ছাত্রলীগ নেত্রী সানজিদা চৌধুরী, হালিমা আক্তার, ইসরাত জাহান, তাবাসসুম ইসলাম ও মোয়াবিয়া জাহানকে আজীবনের জন্য বহিষ্কার করে।

বর্তমানে ফুলপরী শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে থাকেন এবং দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন। নির্যাতনের ঘটনার পর প্রথম দিকে তার সাথে তেমন কেউ মিশতে চাইতো না, তবে এখন পরিস্থিতি পাল্টে গেছে। এখন সবাই স্বাভাবিক আচরণ করছেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে