ঢাকা, বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৯:১৭:৪৬
ইসির সঙ্গে বৈঠক শেষে নির্বাচন নিয়ে যা বললো জামায়াত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছে। বৃহস্পতিবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি ছয় সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে মিলিত হয়। বৈঠক শেষে, সাংবাদিকদের সামনে ব্রিফিংয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত নির্বাচনের জন্য সম্পূর্ণ সংস্কারের প্রয়োজন। তিনি উল্লেখ করেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী, আগে স্থানীয় নির্বাচন এবং তারপর জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত।

মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, “নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সংস্কার অবশ্যই প্রয়োজন।” জামায়াত তার পক্ষ থেকে ৩০টি দাবি নির্বাচন কমিশনের কাছে উত্থাপন করেছে, যার মধ্যে নির্বাচন প্রক্রিয়ার সংস্কার গুরুত্বপূর্ণ একটি বিষয়।

কমিশন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে উল্লেখ করা হলেও মিয়া গোলাম পরওয়ার জানান, দিন তারিখ কোনও বিষয় নয়, নির্বাচনের আগে অবশ্যই সম্পূর্ণ সংস্কার করতে হবে।

এদিকে, বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। জামায়াতের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট কামাল উদ্দিন এবং অ্যাডভোকেট ইউসুফ আলী।

এ বৈঠকে জামায়াত তাদের নির্বাচনী প্রক্রিয়া এবং সংস্কারের জন্য সরকারের প্রতি আর্জি জানিয়েছে এবং সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে