ঢাকা, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:২৫:১৩
হাসিনাকে ফেরানোর বিষয়ে নতুন করে যা জানাল পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সাংবাদিকদের জানান যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনতে ভারত সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে, যা প্রত্যর্পণ চুক্তির আওতায়। এই চিঠির সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রও পাঠানো হয়েছে। তবে এখনো ভারত সরকারের কাছ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি, তবে তারা আশা করছে যে, উত্তর আসবে।

এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারের পদ ফাঁকা রয়েছে ৫ মাস ধরে। নতুন হাইকমিশনার নিয়োগের জন্য আবেদন করা হয়েছে, কিন্তু এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। সাধারণত ৩-৪ মাসের মধ্যে উত্তর পাওয়া যায় বলে তিনি মন্তব্য করেন।

আরেকটি বিষয় ছিল জুলাই-আগস্টে অভ্যুত্থান সম্পর্কিত প্রতিবেদন প্রকাশে ফ্যাক্ট ফাইন্ডিং টিম এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনের কার্যালয়কে ধন্যবাদ জানানো হয়েছে। যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় এই প্রতিবেদনের বিষয়ে এখনও মন্তব্য করতে চায় না, তবে বাংলাদেশের পক্ষ থেকে তাদের ব্যাপক প্রতিবেদনের জন্য ধন্যবাদ জানানো হয়েছে।

ফারহানা/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে