ঢাকা, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
Sharenews24

আয়নাঘর উদ্বোধন নিয়ে বিভ্রান্তি, জানুন আসল সত্য

২০২৫ ফেব্রুয়ারি ১৩ ১৭:০৬:২৮
আয়নাঘর উদ্বোধন নিয়ে বিভ্রান্তি, জানুন আসল সত্য

নিজস্ব প্রতিবেদক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ১২ ফেব্রুয়ারি, ২০২৫ বুধবার দুপুরে দেশি-বিদেশি গণমাধ্যমকর্মী এবং ভুক্তভোগীদের নিয়ে আয়নাঘর পরিদর্শন করেছেন। কিন্তু এই পরিদর্শন সম্পর্কিত একটি ভুয়া ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শিরোনামে প্রচার করা হচ্ছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানায়, বার্তা২৪ ডট কমের ডিজাইন ব্যবহার করে ভুয়া এই ফটোকার্ডটি তৈরি করা হয়েছে। রিউমর স্ক্যানার আরও জানিয়েছে, বার্তা২৪ ডট কমের লোগো এবং ১২ ফেব্রুয়ারি ২০২৫ প্রকাশের তারিখ উল্লেখ থাকা সত্ত্বেও তাদের অফিসিয়াল ফেসবুক পেজ বা ওয়েবসাইটে এমন কোনো ফটোকার্ড বা সংবাদ পাওয়া যায়নি।

রিউমর স্ক্যানার অনুসন্ধানে জানা গেছে, ১২ জানুয়ারি একটি ফটোকার্ড প্রকাশ হয়েছিল, যার শিরোনাম ছিল ‘আয়নাঘর পরিদর্শনে প্রধান উপদেষ্টা’। সেখানে ‘পরিদর্শনে’ শব্দটি ছিল, কিন্তু আলোচিত ফটোকার্ডে ‘উদ্বোধনে’ শব্দটি ব্যবহৃত হয়েছে, যা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিকৃত করা হয়েছে।

এ বিষয়ে বার্তা২৪ ডট কম তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে নিশ্চিত করেছে যে, আলোচিত ফটোকার্ডটি তাদের নয় এবং এটি সম্পাদিত (এডিটেড)।

অতএব, ‘আয়নাঘর উদ্বোধনে প্রধান উপদেষ্টা’ শিরোনামে যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা এবং এডিট করা একটি ফটোকার্ড।

ফারহানা/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে