ঢাকা, রবিবার, ২৩ মার্চ ২০২৫
Sharenews24

যেভাবে ধরা পড়লেন আওয়ামী লীগের দুই ‘ডেভিল’

২০২৫ ফেব্রুয়ারি ১০ ২২:৫৫:১৭
যেভাবে ধরা পড়লেন আওয়ামী লীগের দুই ‘ডেভিল’

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাটির মসজিদ এলাকা থেকে পুলিশের অভিজান 'অপারেশন ডেভিল হান্ট' এর মাধ্যমে সাবেক এমপি মো. চয়ন ইসলাম এবং যুবলীগ নেতা জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করা হয়েছে।

চয়ন ইসলাম সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক সদস্য এবং গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী হয়েছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চয়ন ইসলামের ছেলে শ্রীপুরের প্রেজড হারবার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন এবং সেই স্কুলে পড়েন বাড়ির মালিক খাইরুল ইসলামের ছেলেও।

এই সুযোগকে কাজে লাগিয়ে চয়ন দুই মাস আগে তার পরিবারের সাথে ওই বাড়িতে ওঠেন।

অন্যদিকে, জাহাঙ্গীর আলম স্থানীয় শ্রমিকলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পুলিশি অভিযানের সময়ে তার কাছ থেকে বেশ কিছু ইয়াবা ও সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

গাজীপুরের সহকারী পুলিশ সুপার মো. আফজাল হোসেন খান সংবাদ মাধ্যমকে জানান, চয়ন ইসলামের বিরুদ্ধে শাহজাদপুর থানায় দুটি মামলা রয়েছে এবং গ্রেফতারের পর তাকে শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জাহাঙ্গীর আলম এবং চয়ন ইসলামের মধ্যে আগে থেকেই সখ্যতা ছিল, যা তাদের একসঙ্গে ওই বাড়িতে আত্মগোপনে থাকার সুযোগ করে দেয়।

কিন্তু তারপরও গোপনে থাকতে পারলেন না তারা। 'অপারেশন ডেভিল হান্ট'এর জালে তারা ধরা খেলেন।

মিজান/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে