ঢাকা, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

বাঁধনকে নিয়ে তসলিমা নাসরিনের তীব্র সমালোচনা

২০২৫ ফেব্রুয়ারি ১০ ১৯:২৭:৩৬
বাঁধনকে নিয়ে তসলিমা নাসরিনের তীব্র সমালোচনা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের আলোচিত লেখক তসলিমা নাসরিন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে নিয়ে একটি তীব্র মন্তব্য করেছেন। বাঁধন, যিনি ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চলা আন্দোলনে সক্রিয় ছিলেন, তার এক ভিডিও পোস্টের কারণে তসলিমা তার সমালোচনা করেছেন।

এই ভিডিওতে বাঁধনকে মাইকে বলতে শোনা যায়, “এই দেশটা আমার, এই দেশের সংস্কার করব আমরাই...”। বাঁধনের এই বক্তব্যের পর, তসলিমা নাসরিন ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে প্রশ্ন তুলেছেন, "এই মহিলাটি যে গলা ফাটিয়ে দেশের সংস্কার করবে বললো, এই পর্যন্ত দেশের কী কী সংস্কার করেছে সে?"

তসলিমার এই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বাঁধনের প্রতি নানা মন্তব্য করেছেন, বিশেষত তার আন্দোলনে অংশগ্রহণ ও সাহসিকতার বিষয়ে। বাঁধন জানিয়েছেন, তিনি ‘স্বৈরাচার হাসিনাতন্ত্র’ থেকে মুক্তি পেতে ছাত্রদের আন্দোলন ও সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।

তসলিমা নাসরিন তার পোস্টে বাঁধনকে খোঁচা দিয়ে বলেছেন, তার বক্তব্যের বাস্তবতা সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। দেশের সংস্কার নিয়ে বাঁধন যেভাবে গলা ফাটিয়েছেন, সে অনুযায়ী তিনি কার্যত কী কী পরিবর্তন আনতে সক্ষম হয়েছেন, সেটি তসলিমার প্রশ্ন।

এ ঘটনায় নেটিজেনদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়েছে—একদল বাঁধনের সাহসিকতাকে প্রশংসা করছেন, আবার অন্য দল তসলিমার প্রশ্নের পক্ষে দাঁড়িয়ে বলছেন, বাঁধনের পূর্ববর্তী কর্মকাণ্ড সম্পর্কে কিছু প্রমাণ থাকা উচিত।

এদিকে, বাঁধন তার আন্দোলন ও বক্তব্য নিয়ে শান্তিপূর্ণ আলোচনা চালিয়ে যাওয়ার প্রতি আগ্রহী।

জাহান/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে