ঢাকা, বুধবার, ১৭ সেপ্টেম্বর ২০২৫
Sharenews24

অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসীদের জন্য সুখবর

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৮:২৪:৪৩
অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক : অস্ট্রেলিয়া ও কানাডা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর এসেছে। আগামী মাসেই এই দুই দেশের প্রবাসীরা ভোটার হতে পারবেন। নির্বাচন কমিশনের (ইসি) কারিগরি টিম অস্ট্রেলিয়া এবং কানাডায় ভোটার নিবন্ধন কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছে।

- অস্ট্রেলিয়ায়: ২২ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

- কানাডায়: ৫ এপ্রিল থেকে ২৩ এপ্রিল পর্যন্ত দুটি টিম নিবন্ধন কার্যক্রম পরিচালনা করবে।

এছাড়া, বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, সৌদি আরব এবং মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। ইতোমধ্যে এসব দেশে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণও শুরু হয়েছে। পরবর্তীতে ওমান, বাহরাইন, জর্দান, সিঙ্গাপুর, লেবানন, লিবিয়া, মালদ্বীপ সহ অন্যান্য দেশে এই কার্যক্রম চালানোর পরিকল্পনা রয়েছে।

২০১৯ সালে, সাবেক নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য এনআইডি সরবরাহের উদ্যোগ নেয়। এরপর ২০২০ সালে যুক্তরাজ্য এবং সৌদি আরবসহ কয়েকটি দেশে অনলাইনে ভোটার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, তবে করোনা মহামারির কারণে তা কিছুটা থমকে যায়। তবে বর্তমানে নির্বাচন কমিশন নতুন করে এই উদ্যোগকে সম্প্রসারিত করার সিদ্ধান্ত নিয়েছে।

এখন অস্ট্রেলিয়া ও কানাডা সহ অন্যান্য দেশে বাংলাদেশের প্রবাসীরা সহজেই ভোটার হতে পারবেন, যা তাদের জন্য বড় একটি সুযোগ।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

প্রবাস এর সর্বশেষ খবর

প্রবাস - এর সব খবর



রে