ঢাকা, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
Sharenews24

ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুনে পুড়ছে আসবাব

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:৩৪:০৮
ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর, আগুনে পুড়ছে আসবাব

নিজস্ব প্রতিবেদক : আজ (৬ ফেব্রুয়ারি, ২০২৫) দুপুরে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা এলাকায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বিক্ষুব্ধ ছাত্র-জনতা বাড়ির গেট ও দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দোতলায় ঢুকে ভেতরে থাকা আসবাবপত্র নিচে ফেলে দেয়। পরে সেই আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বাড়ির উপরেও আগুন দেওয়া হয়।

এই বাড়িতে ওবায়দুল কাদের না থাকলেও তার ছোট ভাই, বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা থাকতেন, তবে তিনি ৫ আগস্ট সপরিবারে পালিয়ে গিয়েছিলেন। তার বাড়ি বর্তমানে খালি ছিল, কিন্তু ক্ষুব্ধ জনতা সেখানে হামলা চালিয়েছে।

এছাড়া, নোয়াখালী বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ বলেন, যে কেউ স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে, তাদের এই পরিণতি হতে হবে। এখন সাধারণ মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে।

এ ঘটনার পর, ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাতের বাড়িতেও ভাঙচুর করা হচ্ছে।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে