ঢাকা, বুধবার, ১২ মার্চ ২০২৫
Sharenews24

ধানমন্ডি-৩২-এ গরু আনা হলো, ‘কিলার হাসিনা’ স্লোগানে উত্তেজনা

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৬:২৯:২২
ধানমন্ডি-৩২-এ গরু আনা হলো, ‘কিলার হাসিনা’ স্লোগানে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক : ধানমন্ডি-৩২, ঢাকায় শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবনে গত ৬ ফেব্রুয়ারি একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। সেখানে শেখ মুজিবের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার পর, জনতা সেখানে একটি গরু নিয়ে আসে। এটি ভূরিভোজের জন্য আনা হয়েছিল, এবং গরুর গায়ে 'কিলার হাসিনা' লেখা একটি কাগজ লাগিয়ে দেওয়া হয়।

এ সময়, উপস্থিত জনতা শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকে। আয়োজকরা জানান যে, গরুটি মোহাম্মপুর বেড়িবাঁধ থেকে কিনে আনা হয়েছে এবং বিকেলেই তা জবাই করা হবে।

এটি এক ধরণের প্রতিবাদ হিসাবে দেখা হয়েছে। আয়োজকরা বলছেন, তাদের উদ্দেশ্য ছিল "এ দেশে আওয়ামী লীগের নামে কোনো কিছু থাকবে না", এবং তারা দেশের ফ্যাসিবাদ বিরোধী বার্তা দিতে চান।

এটি ছিল ‘বুলডোজার মিছিল’ কর্মসূচির অংশ, যা ৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল। ওই দিন সন্ধ্যায় ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ এলাকায় জড়ো হয়ে বাড়িটিতে আগুন লাগানোর চেষ্টা করে, এবং পরবর্তীতে এক্সকেভেটর আনা হয় বাড়িটি ভাঙার জন্য।

এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, বিশেষত ভারতে অবস্থানরত শেখ হাসিনার পূর্বঘোষিত অনলাইন বক্তব্যের প্রতিক্রিয়া হিসেবে।

কেএইচ

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে