ঢাকা, শনিবার, ১৬ আগস্ট ২০২৫
Sharenews24

আদালতে কান্নায় ভেঙে পড়েন শিবলী রুবাইয়াত

২০২৫ ফেব্রুয়ারি ০৬ ১৫:৩৩:১০
আদালতে কান্নায় ভেঙে পড়েন শিবলী রুবাইয়াত

নিজস্ব প্রতিবেদক : ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় শুনানিকালে আদালতে কান্নায় ভেঙে পড়েন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জাকির হোসেন গালিবের আদালতে রিমান্ড শুনানির সময় এই কান্না দেখা যায়। এর আগে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) রাতে ধানমন্ডি থেকে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে, আসামিপক্ষের আইনজীবীর কাছে মামলার কাগজপত্র না থাকায় শুনানি পেছানো হয়। পরে আদালত শুনানির জন্য ৬ ফেব্রুয়ারি দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজ শুনানির জন্য আদালতে উপস্থিত হলে কান্নায় ভেঙে পড়েন শিবলী রুবাইয়াত।

শুনানির একপর্যায়ে শিবলী রুবাইয়াত আদালতকে বলেন, "আমার যা সম্পত্তি সেগুলো পৈতৃক সূত্রে পাওয়া। শেয়ার মার্কেটে আমার কোনো বিনিয়োগ নেই। আমি নিজে কোনো ফ্ল্যাটও কিনিনি। এমনকি রাজউকের কোনো প্লট চাইনি। অথচ আমাকে বলা হচ্ছে মানি লন্ডার বা অর্থ পাচারকারী।" তিনি আরও বলেন, "মানিলন্ডারিং করলে তো হুন্ডির মাধ্যমে টাকা পাচার করতাম। আমার নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব পাঁচ মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছে। আমি প্রতিনিয়ত দুদককে সহযোগিতা করেছি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। গতকালও আমি দুদকে গিয়েছিলাম।"

শুনানি শেষে আদালত শিবলী রুবাইয়াতের রিমান্ড নামঞ্জুর করেন। আদালত আদেশে বলেন, "তদন্তের প্রয়োজনে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্ত কর্মকর্তা।"

অপরদিকে, ৫ ফেব্রুয়ারি শিবলী রুবাইয়াতসহ ছয়জনের বিরুদ্ধে তিন কোটি ৭৬ লাখ ২৯ হাজার টাকা ঘুষ গ্রহণের অভিযোগে মামলা করেন দুদক। মামলার অন্য আসামিরা হলেন মোনার্ক হোল্ডিং ইনকরপোরেশনের চেয়ারম্যান জাবেদ এ মতিন, ঝিন বাংলা ফেব্রিক্সের মালিক আরিফুল ইসলাম, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তারা ইসরাত জাহান, ইকবাল হোসেন ও সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ মাহবুব মোরশেদ।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, শিবলী রুবাইয়াত ভুয়া বাড়ি ভাড়া চুক্তিনামা এবং পণ্য রপ্তানির কৌশলে প্রায় তিন কোটি ৭৬ লাখ টাকা ঘুষ গ্রহণ করেছেন।

২০২০ সালে, শিবলী রুবাইয়াত বিএসইসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছিলেন। এর আগে তিনি সাধারণ বীমা করপোরেশনের (এসবিসি) চেয়ারম্যান ছিলেন।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে