ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

১০৪ ভারতীয়দের সামরিক বিমানে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

২০২৫ ফেব্রুয়ারি ০৫ ১৬:৪২:১২
১০৪ ভারতীয়দের সামরিক বিমানে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্র ১০৪ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে নিজেদের সামরিক বিমানে দেশে ফিরিয়ে পাঠিয়েছে। সি-১৭ মডেলের বিমানটি ৪ ফেব্রুয়ারি টেক্সাস থেকে রওনা দিয়ে অমৃতসর বিমানবন্দরে অবতরণ করেছে। ভারত সরকার এই প্রক্রিয়ায় সহায়তা করেছে।

এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন নীতি অনুসারে, যেটি ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর শুরু হয়েছে। এর আগে, ট্রাম্প সরকারের অধীনে যুক্তরাষ্ট্র অন্যান্য দেশ থেকেও অবৈধ অভিবাসীদের ফিরিয়ে পাঠিয়েছে, যেমন গুয়াতেমালা, পেরু এবং হন্ডুরাস।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অবৈধ অভিবাসীদের বৈধভাবে ফিরিয়ে নেওয়ার প্রক্রিয়া সমর্থন করে। এই বিমানে ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৫ জন নারী, ১২ জন শিশু এবং সবচেয়ে কম বয়সী অভিবাসীর বয়স মাত্র ৪ বছর।

এখন যুক্তরাষ্ট্রে প্রায় ১৮,০০০ অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে, যারা অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছেন। এই ফেরত পাঠানোর প্রক্রিয়া আরও সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন।

কেএইচ

পাঠকের মতামত:

আন্তর্জাতিক এর সর্বশেষ খবর

আন্তর্জাতিক - এর সব খবর



রে