ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি ২০২৫
Sharenews24

এস আলমের বিরুদ্ধে এবার এক নারী উদ্যোক্তার মামলা

২০২৫ জানুয়ারি ৩১ ১৫:৩৫:১৪
এস আলমের বিরুদ্ধে এবার এক নারী উদ্যোক্তার মামলা

নিজস্ব প্রতিবেদক: সময়ের অন্যতম আলোচিত এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করেছেন এক নারী উদ্যোক্তা।

বাসস জানিয়েছে, চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত মামলা গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এই মামলাটি আদালতে করা হয়। এর আগে, ওই নারী উদ্যোক্তা ২৯ কোটি টাকা আত্মসাৎ করার ঘটনায় আরেকটি মামলা দায়ের করেছিলেন।

বাদীর আইনজীবী অ্যাডভোকেট শুভঙ্কর ঘোষ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাইফুল আলম মাসুদসহ ছয় আসামি প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ১০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। টাকা ফেরত চাইলে তাকে অপহরণ ও খুনের হুমকি দেওয়া হয়েছে।

মামলায় সাইফুল আলম মাসুদের সঙ্গে তার শ্বশুর আলী জহুর, শ্যালিকা জেসমিন আরশেদ, ব্যক্তিগত সহকারী আকিজ উদ্দিন এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, প্রবর্তক মোড় শাখার সাবেক উপ-ব্যবস্থাপক মো. জাকারিয়াকেও আসামি করা হয়েছে।

বাদী এজাহারে উল্লেখ করেছেন, তিনি ২০১৩ সাল থেকে নওরোজ এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করছেন। এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম মাসুদের শ্বশুর ও শ্যালিকার সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে, যার মাধ্যমে তার সাইফুল আলমের সাথে সম্পর্ক তৈরি হয়।

সাইফুল আলম মাসুদের নির্দেশে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানের ৪৫ শতাংশ শেয়ার জেসমিন আরশেদকে এবং ৪০ শতাংশ শেয়ার তার শ্বশুর আলী জহুরকে প্রদান করেন, নিজে ১৫ শতাংশ শেয়ার রেখে শীর্ষ নির্বাহী কর্মকর্তার দায়িত্ব নেন।

পরে, সাইফুল আলম মাসুদয়ের নির্দেশে নওরোজের ব্যবসা প্রতিষ্ঠানকে বন্ধক রেখে আলী জহুর ও জেসমিন আরশেদ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ৪৭ কোটি টাকা ঋণ নেন, যার মধ্যে মাত্র ১৫ কোটি টাকা নওরোজকে দেওয়া হয়। বাকি টাকা আত্মসাৎ করা হয়।

২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসব ঋণের টাকা হাতিয়ে নেয়া হয় এবং নওরোজের চেকে স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে টাকা তোলা হয়েছিল।

এরপর ২০২৪ সালের ১৫ মে, যখন বাদী ব্যাংক থেকে ১০০ কোটি টাকা চাইতে যান, তখন সাইফুল আলম মাসুদ তাকে গালাগালি করেন এবং ভবিষ্যতে টাকা চাইলে অন্যান্য আসামিরা তাকে খুনের হুমকি দেন।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে