ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

শেয়ার বিক্রির খবরে পতনের পর ঘুরে দাঁড়াল বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর

২০২৫ জানুয়ারি ৩০ ১৭:০৪:১৬
শেয়ার বিক্রির খবরে পতনের পর ঘুরে দাঁড়াল বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো শিল্পগোষ্ঠীর ছাঁটাই করা কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসের শেয়ার বিক্রি করা হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ছাঁটাই করা শ্রমিকদের পাওনা ৫৫০ কোটি টাকা পরিশোধের জন্য কোম্পানি দুটির শেয়ার বিক্রি করার উদ্যোগ নেবে।

সরকারের এমন সিদ্ধান্তের পর গতকাল বুধবার এই দুই প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। গতকাল বেক্সিমকো ফার্মা শেয়ার দাম কমেছিল ১ টাকা ৪০ পয়সা বা ১.৮৩ শতাংশ এবং শাইনপুকুর সিরামিকসের দাম কমেছিল ১ টাকা বা ৮.৩৩ শতাংশ।

তবে আজ বৃহস্পতিবার কোম্পানি দুটির শেয়ার ঘুরে দাঁড়িয়েছে। আজ বেক্সিমকো ফার্মার দাম বেড়েছে ৪০ পয়সা বা ০.৫৩ শতাংশ। আর শাইনপুকুর সিরামিকসের দাম বেড়েছে ৩০ পয়সা বা ২.৭৩ শতাংশ।

জানা গেছে, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকের শেয়ার বিক্রি নিয়ে আলোচনা করতে আগামী ২ ফেব্রুয়ারি দুই প্রতিষ্ঠান ও কয়েকটি ব্যাংকের কর্মকর্তাদের বৈঠকে বসার কথা রয়েছে।

দেশের অন্যতম শীর্ষ ওষুধ প্রস্তুতকারক বেক্সিমকো ফার্মার চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শেয়ারপ্রতি আয় বেড়ে হয়েছে ৪ টাকা ১০ পয়সা। ২০২৩ সালের একই সময়ে যা ছিল ৩ টাকা ১০ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৭ টাকা ৮৭ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ৬ টাকা ৬৯ পয়সা।

অন্যদিকে, চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে শাইনপুকুর সিরামিকের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ১ পয়সা।

অর্থবছরের দুই প্রান্তিকে বা ৬ মাসে (জুলাই-ডিসেম্বর) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের অর্থবছরের একই সময়ে আয় ছিল ২ পয়সা।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে