ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
Sharenews24

৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, এস আলম গ্রুপের বড় ধাক্কা

২০২৫ জানুয়ারি ৩০ ১৬:২৩:০৪
৩৬৮ কোটি টাকার সম্পত্তি জব্দ, এস আলম গ্রুপের বড় ধাক্কা

নিজস্ব প্রতিবেদক: ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের নামে থাকা ১৭৫ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। এই জমির প্রদর্শিত মূল্য ৩৬৮ কোটি ২৫ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

জব্দের নির্দেশ দেওয়া জমির মধ্যে রয়েছে চট্টগ্রামের ১৮নং ওয়ার্ড এলাকায় ১৬ দশমিক ৩৭ শতাংশ জমি, যার বাজার মূল্য ১ কোটি ৩৭ লাখ টাকা। একই ওয়ার্ডে ১ কোটি ৩৫ লাখ টাকা মূল্যের ১৩ দশমিক ৫০ শতাংশ জমি, চট্টগ্রামের ১নং পাথরঘাটা ইউনিয়নে ৮ দশমিক ৫০ শতাংশ জমি, যার মূল্য ৩ কোটি ৫৪ লাখ ৭৯ হাজার ৫০০ টাকা।

এছাড়া, রাজধানীর গুলশানে ২ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১০ কাঠা জমি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তেজতুরি বাজারে ৫৬ কোটি ৯৬ লাখ টাকা মূল্যের ৯০ দশমিক ৮৮ শতাংশ জমি ও তিন হাজার বর্গফুটের একতলা দালান, ধানমন্ডি আবাসিক এলাকায় ১ বিঘা জমিও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে।

এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন আরও কিছু জমি চট্টগ্রাম, কর্ণফুলী থানা, পটিয়া, নারায়ণগঞ্জ, সীতাকুণ্ড এলাকায়ও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, গত ৭ অক্টোবর এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভীনসহ তার পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।

কেএইচ

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে