ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫
Sharenews24

জনগণের উদ্দেশে যে সতর্কবার্তা তারেক রহমানের

২০২৫ জানুয়ারি ২৪ ২২:৩৩:০১
জনগণের উদ্দেশে যে সতর্কবার্তা তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, "এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে।" শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) তার ব্যক্তিগত ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ মন্তব্য করেন।

তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার জন্য বহুদলীয় গণতন্ত্রকে হত্যা করে একদলীয় সরকার ব্যবস্থা ‘বাকশাল’ প্রতিষ্ঠা করে। এ প্রক্রিয়ায় তারা জাতীয় সংসদে বিরোধী মতামতকে উপেক্ষা করে মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী আইন পাশ করে এবং অধিকাংশ সংবাদপত্র বন্ধ করে শুধুমাত্র নিজেদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার নির্দেশ দেয়। ফলে সমাজে এক ভয়াবহ নৈরাজ্যের পরিস্থিতির উদ্ভব ঘটে।

তারেক রহমান আরো জানান, একদলীয় শাসন দীর্ঘায়িত করার অশুভ স্বপ্নে সরকার শুধু গণতন্ত্রকেই সংকটাপন্ন করেনি, বরং দেশের ঐক্য ও সংহতিতেও মারাত্মক প্রভাব ফেলেছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, তখনকার সময়ে কারাগারই ছিল বিরোধী দলের ঠিকানা।

তিনি বলেন, "গণতন্ত্রবিরোধী একটি জনবিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার ৫ আগস্টে ছাত্র-জনতার ব্যাপক আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।"

সবশেষে তারেক রহমান জনগণকে সতর্ক করে বলেন, "এখন যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরে পেতে জনগণকে সংকল্পবদ্ধ হতে হবে।"

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে