ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
Sharenews24

বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

২০২৫ জানুয়ারি ২৪ ১৪:২১:০৫
বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমার দুই পর্বের নতুন তারিখ ঘোষণা করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রথম পর্ব শুরু হবে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত, যা টঙ্গী ময়দানে অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় পর্ব শেষ হওয়ার পর ১৮ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তর মধ্যে ময়দান প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

বিশ্ব ইজতেমা দুই পর্বে আয়োজনের বিষয়টি শুরায়ী নিজামের মুরব্বিদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম পর্বের ইজতেমা দুই ভাগে অনুষ্ঠিত হবে। শুরায়ী নিজামী তাবলীগ জামাত বাংলাদেশের অনুসারীরা এই দুই ভাগের মধ্যে ইজতেমা আয়োজন করবে এবং ৬ ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে ময়দান প্রশাসনের কাছে ময়দান হস্তান্তর করবে।

এদিকে, ইজতেমার অন্যান্য তথ্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, মাওলানা সাদপন্থী দলের ইজতেমা পূর্বে ৭ থেকে ৯ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছিল, যা আলাদা তারিখে অনুষ্ঠিত হবে।

এই সিদ্ধান্ত বিশ্ব ইজতেমার পরিকল্পনা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে গৃহীত হয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে