ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

‘একলা থাকতে দিন’ কারিনার পোস্টে নতুন রহস্য

২০২৫ জানুয়ারি ১৭ ১৫:০১:৫২
‘একলা থাকতে দিন’ কারিনার পোস্টে নতুন রহস্য

নিজস্ব প্রতিবেদক: গত বুধবার রাতে সাইফ আলি খান নিজ বাড়িতে ছুরিকাঘাতে আক্রান্ত হন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আড়াই ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। অভিনেত্রী কারিনা কাপূর খান এ ঘটনায় প্রথমে নীরব থাকলেও, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানান।

কারিনা তার ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘‘আজকের দিনটা আমাদের পরিবারের জন্য সত্যিই কঠিন এবং আমরা এখনো পরপর ঘটনার প্রভাব বুঝে উঠতে পারছি।’’ এই কঠিন সময়ে তিনি সংবাদমাধ্যম এবং পাপারাৎজিদের থেকে গুজব এবং ভুয়া খবর এড়িয়ে চলতে বিনীত অনুরোধ করেন।

তিনি আরও বলেন, ‘‘যদিও মানুষের কৌতূহল আমাদের পরিবারকে নিয়ে, তবে বারবার নজরদারি আমাদের নিরাপত্তা হ্রাস করতে পারে। তাই আমাদের এই কঠিন সময়ে আমাদের একটু একা থাকতে দিন, যা আমাদের ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।’’

কারিনা তার পোস্টে অনুরাগীদের ধন্যবাদ জানান, যারা এই সময়ে তাদের পাশে ছিলেন।

সূত্রের খবর, সাইফের উপর হামলা হওয়ার সময় কারিনা বাড়িতে ছিলেন না। তিনি তার বোন করিশ্মা কাপূরের বাড়িতে ছিলেন। তবে হামলার খবর শোনার পর তিনি দ্রুত তার পরিবারের কাছে ফিরে আসেন।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে