ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

হাসনাত আব্দুল্লাহর প্রথম ওয়াজ মাহফিল বক্তব্যে ঝড়

২০২৫ জানুয়ারি ১৭ ১৪:০৫:৩০
হাসনাত আব্দুল্লাহর প্রথম ওয়াজ মাহফিল বক্তব্যে ঝড়

নিজস্ব প্রতিবেদক: হাসনাত আব্দুল্লাহ, বাংলাদেশের একজন বিশিষ্ট সমাজকর্মী এবং বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক, শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৫) প্রথমবারের মতো একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিয়েছেন। এই মাহফিলটি কুমিল্লার দেবিদ্বারে অনুষ্ঠিত হয় এবং এতে হাসনাত আব্দুল্লাহ সাদা পাঞ্জাবি ও টুপি পরিধান করে উপস্থিত ছিলেন।

হাসনাত তার বক্তব্যের শুরুতেই মুসল্লিদের উদ্দেশ্যে বলেন, "কার কাছে অপ্রিয় হলাম, কার পছন্দ হলো না সেটা মুখ্য না। মুখ্য হচ্ছে আমার ইসলাম আমাকে কী বলে।" তিনি আরও বলেন, "আমার দীন আমাকে কী শিক্ষা দেয়, সেটা যদি অপছন্দেরও হয়, সেটাই আমাদের বলতে হবে।" তাঁর এই বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লিদের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

তিনি বলেন, "আমি যেহেতু এই গ্রামে ছিলাম; এই গ্রামের সঙ্গে আমার সম্পৃক্ততা রয়েছে," এবং উল্লেখ করেন যে, এই অঞ্চলে প্রচলিত অর্থনৈতিক বিনিময় পদ্ধতিটি সরাসরি সুদ সংক্রান্ত। হাসনাত জানান, তাঁর পরিবার এবং আশপাশের অনেকে একসময় সুদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে তিনি বলেন, "আমরা যখন বুঝেছি, পড়াশোনা করে জেনেছি, আলেমদের পরামর্শ নিয়েছি, বিশ্বাস করেন, সেই দিন থেকে আমরা এই পথ থেকে ফিরে এসেছি।"

বক্তৃতার এক পর্যায়ে তিনি কসম কাটেন এবং বলেন, "এই যে আমরা দেখি টাকা থেকে টাকা বৃদ্ধি পায়, এটা অসংখ্য পরিবারকে নিঃস্ব করে দেয়।" তিনি মুসল্লিদের অনুরোধ করেন, "আপনারা সুদকে বন্ধ করে দিন।" তিনি বলেন, "যদি আমাদেরকে সহায়তা করেন, আমরা চেষ্টা করব সামাজিক ঋণকে সহজলভ্য করার।" তিনি ইসলামকে পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা হিসেবে তুলে ধরে বলেন, "ইসলাম দুনিয়া নিয়েও কথা বলে, দুনিয়াপরবর্তী বিষয় নিয়েও কথা বলে। আমাদের দুইটারই সমন্বয় ঘটাতে হবে।"

হাসনাত আব্দুল্লাহর এই বক্তৃতাটি মাহফিলে উপস্থিত সকলকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে এবং তার সুদ বিরোধী বার্তা এবং ইসলামের জীবনদর্শন নিয়ে কথা বলার মাধ্যমে তিনি নতুন আলোচনার সৃষ্টি করেছেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে