ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ

২০২৫ জানুয়ারি ১৭ ১১:৪৫:৪২
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : সরকার সম্প্রতি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা দিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় এই বিষয়ে একটি চিঠি পাঠিয়েছে, যাতে বলা হয়েছে, কিছু সরকারি কর্মকর্তা-কর্মচারী তাদের ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এমন পোস্ট দিচ্ছেন, যা সরকারি আচরণবিধির বিরুদ্ধে এবং জাতীয় নিরাপত্তার জন্য হানিকর হতে পারে। এ ধরনের কর্মকাণ্ড সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্ভিস রুলস পরিপন্থী এবং এটি শৃঙ্খলা লঙ্ঘনের আওতায় পড়ে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে যে, এই ধরনের আচরণ সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮ এবং সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ এর বিরুদ্ধে এবং এর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব, সচিব, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়েছে যাতে তারা তাদের অধীনে কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সঠিক ব্যবহার সম্পর্কে সতর্ক করেন।

কেএইচ/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে