ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৫
Sharenews24

স্বামীকে নিয়ে উদ্যোক্তা তনির আবেগঘন স্ট্যাটাস

২০২৫ জানুয়ারি ১৭ ১১:২০:১৭
স্বামীকে নিয়ে উদ্যোক্তা তনির আবেগঘন স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক : সোশ্যাল মিডিয়ার আলোচিত মুখ এবং নারী উদ্যোক্তা রোবাইয়াত ফাতিমা তনির স্বামী শাহাদাৎ হোসাইন গত ১৫ জানুয়ারি মারা গেছেন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের স্থানীয় সময় রাত ৩টা ৩ মিনিটে মৃত্যু হয় তার।

স্বামীর মৃত্যুর বিষয়টি তখন নিশ্চিত করে উদ্যোক্তা তনি ফেসবুক পেজে লেখেন, ‘সে আর নাই। ব্যাংকক সময় রাত ৩টা ৩ মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে চলে গেছে।’ আর তনির এ পোস্ট তাৎক্ষণিক ছড়িয়ে পড়ে সোশ্যালে। পরে মন্তব্যের ঘরে শোকাবার্তা জানাতে থাকেন তার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

এদিকে স্বামীর মৃত্যুর পর মরদেহ নিয়ে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন তনি। তবে দেশে ফেরার এই সময় অতীত স্মৃতির কথা মনে পড়ে তার। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল সাতটায় ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘সেইম ফ্লাইটে আমরা দু’জন, কিন্তু আমি সিটে বসে আর তুমি...!’ এরপরই জুড়ে দিয়েছেন তিনটি কান্নার ইমোজি।

এর কিছুক্ষণ পরই স্বামীর সঙ্গে নিজের একটি ভিডিও ক্লিপ শেয়ার করে ক্যাপশনে তনি লিখেছেন, ‘এমন ভালো মানুষ এই দুনিয়াতে আর পাওয়া যাবে না।’

আলোচিত এ নারীর দুটি পোস্টই নজর কেড়েছে নেটিজেনদের। সেখানে সবাই শোকবার্তা জানানোর পাশাপাশি মন্তব্যের ঘরে তার স্বামীর জন্য দোয়া প্রার্থনা করেছেন।

এর আগে গত বছরের অক্টোবরে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তনির স্বামী শাহাদাৎ হোসাইন। লাইফ সাপোর্টে ভর্তি করা হয় তাকে। ওই সময় তনি স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে ফেসবুকে লিখেছিলেন, ‘জীবনের সব থেকে কঠিন সময় পার করছি, আমি কোনোভাবেই তাকে হারাতে চাই না। সব কিছু অনিশ্চিত জেনেও আল্লার বিশেষ কোনো রহমতের আশায় অনেক কষ্ট করে আজকে সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে আনিয়ে তারপর ব্যাংকক নিয়ে আসছি।’

এ নারী উদ্যোক্তা আরও লিখেছিলেন, ‘আমার জীবনের সবটুকু দিয়ে চেষ্টা করছি, বাকি আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন, আমার ছেলের জন্য হলেও আল্লাহ যেন তাকে বাঁচিয়ে রাখে।’

প্রসঙ্গত, তনির স্বামী একজন সফল ব্যবসায়ী ছিলেন। তাদের স্বামী-স্ত্রীর মধ্যকার বয়সের ব্যবধান নিয়ে যদিও সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হতো তাদের। এ নিয়ে অবশ্য কথাও বলেছেন এ নারী উদ্যোক্তা। আবার শাহাদাৎ হোসাইন তার দ্বিতীয় স্বামী। প্রথম স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় বিচ্ছেদ হয়েছে। তারপর ভালোবেসে শাহাদাতকে বিয়ে করেছিলেন তনি।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে