ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
Sharenews24

সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন কিনা, জানতে চেয়েছে বিএনপি

২০২৫ জানুয়ারি ১৬ ২১:৩৬:৩৪
সাড়ে ৫ মাস পর ঘোষণাপত্রের প্রয়োজন কিনা, জানতে চেয়েছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক: জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করতে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির তরফ থেকে প্রতিনিধি হিসেবে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, রাষ্ট্র পরিচালনার বিভিন্ন বিষয়ে পরামর্শ ও মতামত প্রদান করা হয়েছে।

জানতে চাওয়া হলে যে, ঘোষণাপত্র নিয়ে বিশেষ কোনো আলোচনা হয়েছে কি না, সালাহউদ্দিন আহমেদ বলেন, "হ্যাঁ, জুলাই গণঅভ্যুত্থান ঘোষণাপত্র নিয়ে কিছু আলোচনা করা হয়েছে। সব রাজনৈতিক দলের নেতারা তাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন। আমরা প্রশ্ন তুলেছি, সাড়ে পাঁচ মাস পর কি এই ঘোষণাপত্রের সত্যিই প্রয়োজন রয়েছে? যদি থাকে, তবে এর রাজনৈতিক, ঐতিহাসিক এবং আইনি গুরুত্ব কী?"

তিনি আরও বলেন, "এসব বিষয় নির্ধারণ জরুরি। আমাদের লক্ষ্য রাখতে হবে যেন এই ঘোষণাপত্র কেন্দ্র করে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে কোনো ফাটল সৃষ্টি না হয়। কোনো রাজনৈতিক দলিল যখন ঐতিহাসিক গুরুত্ব অর্জন করে, তখন সেটিকে সম্মান করা প্রয়োজন। তবে, সেই প্রক্রিয়ায় সকল সংশ্লিষ্ট পক্ষকে অন্তর্ভুক্ত করা, তাদের পরামর্শ গ্রহণ করা আরও গুরুত্বপূর্ণ। আমি এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি এবং সকল উপদেষ্টাকে সজাগ থাকার অনুরোধ করেছি যেন বিভ্রান্তি সৃষ্টি না হয়।"

সালাহউদ্দিন আহমেদ আরও জানান, বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে বজায় রাখা। জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া জাতীয় ঐক্যকে সক্রিয় রাখার পাশাপাশি রাজনৈতিক সংস্কারে রূপান্তরিত করা একটি বড় চ্যালেঞ্জ। কোনো ফ্যাসিবাদী শক্তি যেন অনৈক্যের বীজ আমাদের মধ্যে না বপন করতে পারে, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে।

মামুন/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে