ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
Sharenews24

আপনজন হারালেন রায়হান রাফী, শোকের ছায়া পুরো পরিবারে

২০২৫ জানুয়ারি ১৩ ১০:৩৯:১৫
আপনজন হারালেন রায়হান রাফী, শোকের ছায়া পুরো পরিবারে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফীর বাবা সিরাজ উদ্দিন চৌধুরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মারা গেছেন। তিনি ১২ জানুয়ারি, ২০২৫, রাত ২টা ৩৪ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিত্রনায়িকা তমা মির্জা তার ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সিরাজ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন এবং শেষ কয়েক মাসে তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। মৃত্যুর আগ পর্যন্ত তিনি আইসিইউতে ছিলেন।

তমা মির্জা তার পোস্টে আরও লিখেছেন, সিরাজ উদ্দিন চৌধুরীকে সিলেটে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি রায়হান রাফী ও তার পরিবারকে এই কঠিন সময়ে সহানুভূতি ও দোয়া করার আহ্বান জানান।

রায়হান রাফী সর্বশেষ নির্মিত সিনেমা ‘তুফান’-এর জন্য পরিচিত, যা শাকিব খান ও চঞ্চল চৌধুরী অভিনীত এবং বাংলাদেশসহ বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা অর্জন করেছে। এছাড়াও তার পরিচালনায় ‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ ও ‘সুড়ঙ্গ’ সিনেমাগুলো ব্যাপক সাফল্য পেয়েছে।

কেএইচ/

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে