ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
Sharenews24

মীর আখতার হোসেন লিমিটেডের ঋণমান প্রকাশ

২০২৫ জানুয়ারি ১৩ ০৭:৫১:৪৬
মীর আখতার হোসেন লিমিটেডের ঋণমান প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি মীর আখতার হোসেন লিমিটেডের ঋণমান অবস্থান (ক্রেডিট রেটিং) নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসেল)।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিটি জানিয়েছে, দীর্ঘ মেয়াদে কোম্পানিটি রেটিং পেয়েছে ‘এ প্লাস’ ও স্বল্প মেয়াদে রেটিং পেয়েছে ‘এসটি-৩’।

৩০ জুন ২০২৪ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে এ রেটিং সম্পন্ন হয়েছে।

প্রকৌশল খাতের কোম্পানিটি ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে লেনদেন হচ্ছে। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৭ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪৮০ কোটি ৭৪ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১২ কোটি সাত লাখ ৭১ হাজার ৫৪৭টি। এর মধ্যে ৪৮.৫৮ শতাংশ উদ্যোক্তা বা পরিচালকদের কাছে ৪.৮২ শতাংশ প্রাতিষ্ঠানিক আর বাকি ৪৬.৬০ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে।

৩০ জুন ২০২৪ সমাপ্ত অর্থবছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আলোচিত বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৪৯ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২৪) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা।

মিজান/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে