ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪
Sharenews24

পরিবর্তন আসছে রেলের সময়সূচিতে

২০২৪ ডিসেম্বর ২১ ১৬:৩৩:২৭
পরিবর্তন আসছে রেলের সময়সূচিতে

নিজস্ব প্রতিবেদক : ২০২৫ সালের প্রথম মাস থেকে রেলের নতুন সময়সূচি কার্যকর হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের নতুন ওয়ার্কিং টাইম টেবিল–৫৪ (ডব্লিউটিটি) অনুযায়ী পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের সকল ট্রেন চলাচল করবে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, নতুন সময়সূচিতে বেশ কিছু ট্রেনের ভ্রমণকাল কমবে। ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার সহ বিভিন্ন রুটের ট্রেনের সময়সূচিতে পরিবর্তন আসছে। চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত বিশেষ ট্রেনটি স্থায়ী হবে। এছাড়াও নতুন আরও এক জোড়া ট্রেন চালু হবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় রেল ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান বলেন, “রেলওয়ের নতুন সময়সূচি হচ্ছে। জানুয়ারি থেকে নতুন সময়সূচি অনুযায়ী চলবে ট্রেন।”

চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, ” জানুয়ারি থেকে নতুন টাইম টেবিলে ট্রেন চলবে। বেশ কিছু ট্রেনের ভ্রমণ সময় কমিয়ে আনা হবে।”

প্রসঙ্গত, গত বছরের ১ ডিসেম্বর বাংলাদেশ রেলওয়ে নতুন সময়সূচি–৫৩ প্রণয়ন করেছিল। এর আগে ২০২০ সালের ১০ জানুয়ারি রেলের ওয়ার্কিং টাইম টেবিল–৫২ চালু হয়েছিল।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে