ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫
Sharenews24

একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে: অ্যাটর্নি জেনারেল

২০২৪ ডিসেম্বর ১৪ ১৮:২০:৩৬
একটি পক্ষ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পায়তারা করছে: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক : অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে। শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও চতুর্থ সম্মেলনে যোগ দিয়ে দিয়ে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের নামে গণতন্ত্র হত্যা করেছে।’

অ্যাটর্নি জেনারেল বলেন, ‘দেশে হিন্দু সম্প্রদায়ের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, সেখানে একটি পক্ষ ষড়যন্ত্র করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার পায়তারা করছে।’

বুদ্ধিজীবী দিবসের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ জুলাই আন্দোলনে বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে ৭০ জনের মরদেহ দাফন করেছে। তারা কি এমন মানবতাবিরোধী অপরাধ করেছে যার কারণে তাদের দলের কেউ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানাতে আসেনি?’

অনুষ্ঠানে হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া বক্তব্য রাখেন। এসময় তিনি দেশের স্বার্থে সবাইকে মানবাধিকার রক্ষার জন্য সবাইকে সোচ্চার হতে আহ্বান জানান।

বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারপারসন অ্যাডভোকেট এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠানে দৈনিক আজাদী সম্পাদক এমএ মালেক, পিএইচপি গ্রুপের চেয়ারম্যান সূফি মিজানুর রহমানসহ বিচারক, পুলিশ, শিক্ষাবিদসহ বিভিন্ন ঘটনার ভুক্তভোগীরা উপস্থিত হন। এর আগে, সকালে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অতিথিরা।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে