ঢাকা, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
Sharenews24

আইসিবি’র জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ ছাড়

২০২৪ ডিসেম্বর ১০ ০৯:৫৬:৪১
আইসিবি’র জন্য ৩ হাজার কোটি টাকার ঋণ ছাড়

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারের স্থিতিশীলতা নিশ্চিত করার উদ্দেশ্যে এবং উচ্চ সুদের হারে নেওয়া তহবিল পরিশোধ করে নিজেদের আর্থিক সক্ষমতা বৃদ্ধির জন্য ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-কে রাষ্ট্রীয় গ্যারান্টির বিপরীতে বাংলাদেশ ব্যাংক ৩ হাজার কোটি টাকা প্রস্তাবিত ঋণ ছাড় করেছে।

সোমবার (০৯ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, এই ঋণটি দেশের বেসরকারি খাতের ৪টি ব্যাংকের মাধ্যমে আইসিবিকে প্রদান করা হবে। এর মধ্যে ডাচ্ বাংলা ব্যাংকের মাধ্যমে ৭০০ কোটি টাকা, প্রাইম ব্যাংকের মাধ্যমে ১ হাজার কোটি টাকা, ঢাকা ব্যাংকের মাধ্যমে ৫০০ কোটি টাকা এবং মার্কেন্টাইল ব্যাংকের মাধ্যমে ৮০০ কোটি টাকা প্রদান করা হবে।

এছাড়া, ৪ শতাংশ সুদের ঋণ পরিশোধের পাশাপাশি এই অর্থ দিয়ে পুঁজিবাজারে ভালো শেয়ার কেনার পরিকল্পনা রয়েছে আইসিবির। আইসিবিকে সুদ-আসলে ঋণ পরিশোধের জন্য ১৮ মাস বা দেড় বছরের সময় দেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৪ অক্টোবর আইসিবি বাংলাদেশ ব্যাংকের কাছে রাষ্ট্রীয় গ্যারান্টির জন্য আবেদন করেছিল। পরে ১৭ অক্টোবর বাংলাদেশ ব্যাংক, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং আইসিবির কর্মকর্তাদের একটি যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, সরকারের গ্যারান্টি সাপেক্ষে ঋণ প্রদানে বাংলাদেশ ব্যাংকের কোনো আপত্তি নেই। শেয়ারবাজারে বিনিয়োগে আর্থিক সক্ষমতা বাড়ানোর প্রয়োজনীয়তার কারণে অর্থ বিভাগকে রাষ্ট্রীয় গ্যারান্টি দেওয়ার সুপারিশ করা হয়। পরবর্তীতে উপদেষ্টা সম্মতি দিয়েছেন এবং আইসিবিকে ঋণ প্রদান সাপেক্ষে সরকারের দায়বদ্ধতা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে