ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫
Sharenews24

দাম বাড়ল সয়াবিন তেলের

২০২৪ ডিসেম্বর ০৯ ১৬:২৯:১৭
দাম বাড়ল সয়াবিন তেলের

নিজস্ব প্রতিবেদক : প্রতি কেজি বোতলজাত সয়াবিন তেলের দাম ৮ টাকা বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বিষয়টি জানান।

উপদেষ্টা বলেন, আগে ১৬৭ টাকা ছিল বোতলজাত তেলের দাম। কিন্তু এরইমধ্যে ২০ শতাংশের বেশি দাম বেড়েছে আন্তর্জাতিক বাজারে। তাই যৌক্তিকভাবেই দাম বাড়ানো হয়েছে বলে জানান বাণিজ্য উপদেষ্টা।

তিনি বলেন, ১৪৯ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে খোলা সয়াবিন তেল ১৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম তেলের দামও ১৫৭ টাকা করা হয়েছে। বাজারে তেল এবং আলুর দাম ছাড়া অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল আছে বলে জানান তিনি।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

অর্থনীতি এর সর্বশেষ খবর

অর্থনীতি - এর সব খবর



রে