ঢাকা, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে গেল পর্যটকবাহী জাহাজ

২০২৪ ডিসেম্বর ০১ ১১:৩০:৩২
দীর্ঘ ৯ মাস পর সেন্টমার্টিনের উদ্দেশ্যে গেল পর্যটকবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ৯ মাস পর ৬১৫ জন পর্যটক নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে একটি জাহাজ রওনা দিয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকাল ১০টায় কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘এমভি বারো আউলিয়া’ নামে একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায়। জাহাজটি বিকেল সাড়ে ৩টার দিকে দ্বীপে পৌঁছাবে বলে জানায় কর্তৃপক্ষ।

এদিকে সেন্টমার্টিন যাওয়ার জন্য তিনটি জাহাজ অনুমতি পেলেও যাত্রী সংকটের কারণে একটিমাত্র জাহাজ যেতে পেরেছে বলে জানা যায়। দ্বীপে যাওয়া পর্যটকদের যাতে সেখানে প্লাস্টিক ব্যবহার করতে না হয় সে ব্যাপারে উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন।

তবে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজে কোনো পর্যটককে পলিথিন ও ওয়ানটাইম প্লাস্টিক নিয়ে উঠতে দেওয়া হয়নি।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, ‘‘পর্যটকদের সেন্টমার্টিনে প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করতে না হয় সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের পাটের ব্যাগ উপহার দেওয়া হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অ্যাপস থেকে ট্রাভেল পাস সংগ্রহ করে পর্যটকরা রেজিস্টেশন করেছেন। সেন্টমার্টিনের পরিবেশের কথা চিন্তা করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে যাচাই-বাছাই করে দ্বীপটিতে পর্যটক যাওয়ার অনুমতি দেওয়া হয়।’’

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে