ঢাকা, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
Sharenews24

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রসঙ্গে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা

২০২৪ নভেম্বর ৩০ ১৮:৩৩:৫৫
স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ প্রসঙ্গে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটবে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তবে এলডিসি উত্তরণের সময়কাল নিয়ে আলোচনা হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

শনিবার (৩০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে 'বেসরকারি খাতের অবস্থা, প্রত্যাশা ও অগ্রাধিকার' শীর্ষক বাণিজ্য সম্মেলনের আয়োজন করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। যেখানে তিনি এসব কথা বলেন।

শেখ বশিরউদ্দিন বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বেরিয়ে আসছে এতদিন সবল দাবি করা দুর্বল অর্থনীতির নানান চিত্র। ঘুরে দাঁড়ানোর চেষ্টাতেও বাধা হয়ে দাঁড়াচ্ছে ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি ও গ্যাস-বিদ্যুতের সংকট।

সম্মেলনে ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এখনও পুরোপুরি হয়নি। তাছাড়া জ্বালানি সমস্যা লেগেই রয়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে শিল্পকারখানায়। এ পরিস্থিতিতে ব্যবসা চালিয়ে নেয়া কঠিন।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ রহমান বলেন, অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। মূল্যস্ফীতি এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মনিটারি পলিসিতে পরিবর্তন আনতে হবে।

এ সময় উন্নয়নের নামে দুর্নীতির গ্রাসে পড়া ভঙ্গুর অর্থনীতির ওপর ভর করে ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়া ঠিক হবে কি না তা আরেকবার ভেবে দেখার তাগিদ দেয় বিদেশি বিনিয়োগকারীদের সংগঠন ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

এ প্রসঙ্গে বাণিজ্য উপদেষ্টা বলেন, এলডিসি উত্তরণ নিয়ে আলোচনা হতে পারে, তা ২০২৬ সাল নাকি ২০৩০ সালে হবে। তবে আমরা প্রস্তুত আছি এ বিষয়ে।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে