ঢাকা, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
Sharenews24

যাত্রা শুরু নতুন জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাসের

২০২৪ নভেম্বর ২৬ ২০:৩১:৪৮
যাত্রা শুরু নতুন জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাসের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে দক্ষতার সঙ্গে কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা করল ওপাস কমিউনিকেশন্স।

উদ্ভাবনী চিন্তা এবং স্বচ্ছতার প্রতিশ্রুতি নিয়ে রাজধানীর নিকেতনে আনুষ্ঠানিকভাবে সোমবার কার্যক্রম শুরু করেছে ওপাস।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে ওপাস কমিউনিকেশনস অংশীজনের মাঝে আস্থার জায়গা তৈরির জন্য কাজ করতে চায়।

প্রতিষ্ঠানটির কাজের মধ্যে থাকবে মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশনস, ডিজিটাল, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস, আউটডোর অ্যাক্টিভিটিস ইত্যাদি।

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল কাফী বলেন, ‘বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটের মধ্যে মানসম্মত ও কার্যকর সেবা প্রয়োজন।’

তিনি বলেন, ‘এ লক্ষ্যে আমরা অত্যন্ত পেশাদার একটি টিম একত্র হয়েছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সেবা প্রদানে এবং জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা বদ্ধপরিকর।’

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে