ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
Sharenews24

পতনেও সর্বোচ্চ মুনাফায় সাত কোম্পানির শেয়ার

২০২৪ নভেম্বর ১৮ ১৭:১৬:৫২
পতনেও সর্বোচ্চ মুনাফায় সাত কোম্পানির শেয়ার

নিজস্ব প্রতিবেদক ; আগের দিনের মতো সোমবারও (১৮ নভেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন শেয়ারবাজারে লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দুই শতাধিক কোম্পানির শেয়ার দর কমেছে। শেয়ার দর বেড়েছে শতাধিক কোম্পানির। কোম্পানিগুলোর মধ্যে সাতটি প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সর্বোচ্চ।

কোম্পানিগুলো হলো : স্টাইল ক্রাফট, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, সমতা লেদার, গ্লোবাল হেভি কেমিক্যাল, সিঅ্যান্ডএ টেক্সটাইল এবং লিবরা ইনফিউশন।

স্টাইল ক্রাফট

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৪৬ টাকা ২০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৫০ টাকা ৮০ পয়সা। আজ শেয়ারটির দর ৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটির বিনিয়োগকারীরা আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে।

ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ৩৩ টাকা ৬০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ৩৬ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর ৩ টাকা ৯০ পয়সা বা ৯.৮২ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটির বিনিয়োগকারীদের আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে।

ডরিন পাওয়ার

আগের দিন কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর ছিল ২৪ টাকা ৫০ পয়সা। আজ লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর হয় ২৬ টাকা ৯০ পয়সা। আজ শেয়ারটির দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৮০ শতাংশ বেড়েছে। এতে করে কোম্পানিটির বিনিয়োগকারীদের আগের দিনের চেয়ে মুনাফা বেড়েছে।

এছাড়াও সমতা লেদারের শেয়ার দর ৪ টাকা ১০ পয়সা বা ৯.৭৯ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালের ২ টাকা ৩০ পয়সা বা ৯.৭৫ শতাংশ, সিঅ্যান্ডএ টেক্সটাইলের ৪০ পয়সা বা ৮.৫১ শতাংশ এবং লিবরা ইনফিউশনের শেয়ার দর ৬১ টাকা ৫০ পয়সা বা ৭.৫০ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর বিনিয়োগকারীরা আগের দিন থেকে সর্বোচ্চ মুনাফা করেছে।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে