ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

টিস্যুর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিটের চেষ্টা

২০২৪ নভেম্বর ১৮ ০৯:২০:৫৫
টিস্যুর গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিটের চেষ্টা

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সোনাগাঁওয়ের মেঘনা ঘাটে অবস্থিত ফ্রেশ টিস্যু পেপারের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার ভোর ৫টা ১০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়। কাজ করে আগুন নিয়ন্ত্রণে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ছয়টি ইউনিট ঘটনাস্থলে আসে।

কি কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে