ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

২০২৪ নভেম্বর ১৮ ১৫:৪৮:০৯
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারো সড়কে অবস্থান ও রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১ টার পর রেল যোগাযোগ বন্ধ হয়।

ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি, মহাখালীতে রেলপথ অবরোধের কারণে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। অবরোধ তুলে না নেয়া পর্যন্ত রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে না।

এর আগে বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা মহাখালী রেললাইনের ওপর অবস্থান নেন। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

রেলওয়ের এক কর্মকর্তা জানান, সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস থামিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ট্রেনটি সেখান থেকে গন্তব্যের দিকে যায়।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে