ঢাকা, সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
Sharenews24

আবারও পতনের কবলে শেয়ারবাজার, অস্বস্তিতে বিনিয়োগকারীরা

২০২৪ নভেম্বর ১৮ ১৫:৩০:৩২
আবারও পতনের কবলে শেয়ারবাজার, অস্বস্তিতে বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কর্মদিবসে দেশের শেয়ারবাজার বিনিয়োগকারীদের আজ জাগিয়েছিল। ওইদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছিল ৩৯ পয়েন্ট।

কিন্তু পরের কর্মদিবস চলতি সপ্তাহের প্রথম কর্মদিবসে বিনিয়োগকারীদের হতাশ করেছে। রোববার ডিএসইর সূচক কমেছে প্রায় ২৭ পয়েন্ট। আজ সোমবার পতন আরও বেড়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক কমেছে ২৮ পয়েন্টের বেশি।

আজ যদিও দিনের শুরুতে উভয় শেয়ারবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়, কিন্তু লেনদেন এক ঘন্টা অতিক্রম করার আগেই সূচক আগের দিনের চেয়ে নিম্নগামী হয়ে পড়ে।

এদিন লেনদেনের ৪১ মিনিটের মাথায় ডিএসইর সূচক আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট বেশি ওপরে উঠতে দেখা যায়। কিন্তু দুপুর সাড়ে ১২টার আগেই সূচক আগের দিনের চেয়ে ২১ পয়েন্ট কমে লেনদেন হয়।

এরপর বেলা ১টার দিকে সূচক আবারও কিছুটা ওপরে উঠে লেনদেন হয়। এ সময় আগের দিনের চেয়ে ডিএসইর সূচক ৫ পয়েন্টের বেশি বাড়তে দেখা যায়। কিন্ত তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বেলা দেড়টার পর সূচক টানা নিচে নামতে থাকে। যা শেষ বেলায় ২৮ পয়েন্টের বেশি কমে লেনদেন শেষ হয়।

সোমবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৮.২৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩০০ পয়েন্টে। অন্য দুই সূচকের মধ্যে‘ডিএসইএস’ ১১.৫১ পয়েন্ট কমে ১ হাজার ১৭১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৩.৮৩ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৩ পয়েন্টে অবস্থান করছে।

এদিন ডিএসইতে ৫৫১ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫০৫ কোটি ৯৭ লাখ টাকা। আজ লেনদেন বেড়েছে ৪৫ কোটি ৩৫ লাখ টাকার বা ৯ শতাংশ।

ডিএসইতে লেনদেন আজ হওয়া ৩৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৩টির বা ৪৩.১৮ শতাংশের, কমেছে ২০৫টির বা ৫৩.৯৫ শতাংশের এবং দর পরিবর্তন হয়নি ৪২টির বা ১১.০৫ শতাংশের।

অপর শেয়ারবাজার সিএসইতে আজ ৫ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৮টির, কমেছে ১০৩টির এবং পরিবর্তন হয়নি ২৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৪২ পয়েন্ট কমে দাঁডিয়েছে ১৪ হাজার ৮১৬ পয়েন্টে।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে