ঢাকা, শনিবার, ১৬ নভেম্বর ২০২৪
Sharenews24

সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

২০২৪ নভেম্বর ১৫ ১০:৪৯:০৫
সাপ্তাহিক লেনদেনের শীর্ষ ১০ শেয়ার

নিজস্ব প্রতিবেদক : বিদায়ী সপ্তাহে (১০-১৪ নভেম্বর) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের নেতৃত্বে উঠে এসেছে বাংলাদেশ শিপিং করপোরেশন।

সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪.৩৯ শতাংশ। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২১ কোটি ২ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৭৯ শতাংশ।

তৃতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৯ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর লেনদেনের ৩.৫২ শতাংশ।

এছাড়া, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে ইউনাইটেড ইন্সুরেন্সের ১৭ কোটি ৭৬ লাখ ৫০ হাজার টাকা, ইসলামী ব্যাংকের ১৪ কোটি ৪৯ লাখ ৬০ হাজার টাকা, এমজেএল বিডির ১৪ কোটি ৯ লাখ ৮০ হাজার টাকা, স্কয়ার ফার্মার ১২ কোটি ১৩ লাখ ৪০ হাজার টাকা, ফারইস্ট নিটিংয়ের ১২ কোটি ৬ লাখ ৯০ হাজার টাকা, ওরিয়ন ফার্মার ১০ কোটি ২৯ লাখ ২০ হাজার টাকা এবং বিচ হ্যচারি লিমিটেডের ১০ কোটি ১৪ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তারিক/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে