ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

নির্বাচনে ঢিলেমি করলে জনগণ মেনে নেবে না : জামায়াত

২০২৪ নভেম্বর ০৯ ১৬:৩৮:০০
নির্বাচনে ঢিলেমি করলে জনগণ মেনে নেবে না : জামায়াত

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘নানা অজুহাত অথবা অগ্রাধিকার বুঝতে না পেরে নির্বাচন অনুষ্ঠানে আপনারা দীর্ঘায়িত করবেন না। আপনারা ইচ্ছাকৃতভাবে অপ্রয়োজনে নির্বাচন অনুষ্ঠানে যদি ঢিলেমি করেন, তাহলে জনগণ সেটি মেনে নেবে না।’

শনিবার (৯ নভেম্বর) সকালে লক্ষ্মীপুর শহরের দারুল আমান একাডেমি কার্যালয়ের হলরুমে জেলা জামায়াতের দায়িত্বশীল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘‘ভোটার লিস্ট সংশোধন, ইলেকশন কমিশন সংস্কার অপরিহার্য। আমরা আনুপাতিক প্রতিনিধিত্বমূলক নির্বাচনের (পিআর পদ্ধতি) কথা বলেছি, যেটা নির্বাচন সুষ্ঠু ও সুন্দর করবে এবং দেশের ক্ষমতার ভারসাম্য হবে, ভবিষ্যতে যেকোনো ফ্যাসিজম বা এক নায়কতন্ত্রকে রোধ করবে, সেই সংস্কার এনে যত দ্রুত সম্ভব ‘দিস ওনার দি বেটার’ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করেন।’

স্বাধীনতার ৫৫ বছরে অনেক দলের অনেক স্লোগান দেখেছেন, যারাই ক্ষমতায় আসে তারা মুদ্রার এপিঠ-ওপিঠ বলে মন্তব্য করে সকলকে সজাগ থাকার আহ্বান জানান জামায়াতের শীর্ষ এ নেতা।

এস/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে