ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাকা-ময়মনসিংহ সড়কে শ্রমিকদের বিক্ষোভ

২০২৪ নভেম্বর ০৯ ১৩:৩১:২২
ঢাকা-ময়মনসিংহ সড়কে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন টিএনজেড অ্যাপারেলস লিমিটেডের তৈরি পোশাক শ্রমিকরা।

শনিবার (৯ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে শুরু হওয়া এই বিক্ষোভের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বলে উল্লেখ করা হয়েছে প্রথম আলোর প্রতিবেদনে।

এদিকে গাজীপুরের কোনাবাড়ি এলাকার আরেক তৈরি পোশাক কারখানা এবিএম ফ্যাশন লিমিটেডের শ্রমিকরা ১৭ দফা দাবি আদায়ে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন।

গাজীপুর শিল্প পুলিশের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, গাজীপুরের ১০টি কারখানা বর্তমানে বিক্ষোভ ও অন্যান্য কারণে বন্ধ রয়েছে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে