ঢাকা, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
Sharenews24

১৯ খাতের শেয়ারে মুনাফায় বিনিয়োগকারীরা

২০২৪ নভেম্বর ০৮ ১৮:১৬:১১
১৯ খাতের শেয়ারে মুনাফায় বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগের সপ্তাহের ইতিবাচক প্রবণতার ধারাবাহিকতায় বিদায়ী সপ্তাহেও (০৩-০৭ নভেম্বর) শেয়ারবাজারের সূচক ও লেনদেনে ইতিবাচক প্রবণতা বজায় ছিল। এরফলে বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে ২০ খাতের মধ্যে ১৯ খাতের শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফা পেয়েছে।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, গেল সপ্তাহে দর বেড়েছে ১৯ খাতের শেয়ারে। এই ১৯ খাতের শেয়ারে বিনিয়োগকারীরা মুনাফায় রয়েছেন। আলোচ্য সপ্তাহে কেবল খাদ্য ও আনুষঙ্গিক খাতের শেয়ারে বিনিয়োগকারীরা লোকসানে রয়েছে।

ডিএসই তথ্যমতে, আলোচ্য সপ্তাহে বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি মুনাফা পেয়েছে কাগজ ও প্রকাশনা খাতে। এখাতে বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১০.৪০ শতাংশ।

এরপর ৯.৪০ শতাংশ দর বেড়ে সাপ্তাহিক রিটার্নের তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভ্রমণ ও অবকাশ খাত। একই সময়ে ৭.৩০ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে পাট খাত।

সাপ্তাহিক রিটার্নে অন্য ১৬ খাতের মধ্যে- বস্ত্র খাতের শেয়ারে মুনাফা বেড়েছে ৪.৬০ শতাংশ, সেবা ও আবাসন খাতে ৪.৫০ শতাংশ, লাইফ ইন্স্যুরেন্স খাতে ৩.৬০ শতাংশ, ওষুধ ও রসায়ন খাতে ৩.৩০ শতাংশ, প্রকৌশল খাতে ৩.০০ শতাংশ, আর্থিক খাতে ২.৬০ শতাংশ, সিমেন্ট খাতে ১.৫০ শতাংশ, তথ্য প্রযুক্তি খাতে ১.২০ শতাংশ, চামড়া খাতে ১.২০ শতাংশ, ব্যাংক খাতে ০.৯০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ০.৮০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে ০.৮০ শতাংশ, বিবিধ খাতে ০.৬০ শতাংশ, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ০.৩০ শতাংশ, সিরামিক খাতে ০.০৮ শতাংশ এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে ০.০৫ শতাংশ।

মামুন/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে