ঢাকা, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
Sharenews24

ইসি গঠনে ৬ জনের নাম প্রস্তাব গণঅধিকার পরিষদের

২০২৪ নভেম্বর ০৭ ১৬:৪৯:০০
ইসি গঠনে ৬ জনের নাম প্রস্তাব গণঅধিকার পরিষদের

নিজস্ব প্রতিবেদক : নির্বাচন কমিশন (ইসি) গঠনে যোগ্য ব্যক্তি খুঁজতে সার্চ কমিটির কাছে নিজেদের মনোনীত নাম জমা দিয়েছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে সচিবালয়ে সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করা মন্ত্রিপরিষদ বিভাগে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁনসহ একটি প্রতিনিধি দল নাম জমা দেন।

এসময় রাশেদ খাঁন সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশনে এমন মানুষ নিয়োগ দেয়া যাবে না, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করবে। নতুন কমিশন অবশ্যই গণতান্ত্রিক ধারায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। অতীতে ছাত্র রাজনীতি করেছে, এমন কাউকেও নিয়োগের বিপক্ষে মত দেন তিনি৷

তিনি দাবি করেন যে ইসিতে নূন্যতম একজন বিশ্ববিদ্যালয় শিক্ষককে নিয়োগ দিতে হবে।

জানা যায়, সাবেক সেনা কর্মকর্তা, চিকিৎসক, আইনজীবী, সাবেক আমলাসহ ছয়জনের নাম দলটি ইসিতে জমা দেওয়া হয়েছে।

এর আগে, রোববার (০৩ নভেম্বর) নতুন নির্বাচন কমিশন গঠনে নাম চেয়ে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে সার্চ কমিটি।

এতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেয়ার জন্য যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের নাম রাষ্ট্রপতির কাছে সুপারিশ করার লক্ষ্যে গঠিত অনুসন্ধান কমিটি আগ্রহী ব্যক্তিদের নাম আহ্বান করছে। রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনগুলো নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে সুপারিশ করার জন্য অনধিক ৫ জনের নাম প্রস্তাব করতে পারবে। নাম জমা দেয়ার শেষ সময় আজ বিকেল ৫টা।

তারিক/

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে