ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪
Sharenews24

দুই খাতের প্রভাবে শেয়ারবাজারে উল্লম্ফন

২০২৪ নভেম্বর ০৫ ১৫:৩১:৪৩
দুই খাতের প্রভাবে শেয়ারবাজারে উল্লম্ফন

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর করের হার কমানো আর ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে বিএসইসির নির্দেশের পর সোমবার উত্থানে ফিরে আসে শেয়ারবাজার। মঙ্গলবার (০৫ নভেম্বর) আরো উচ্চতায় উঠেছে শেয়ারবাজার। এদিন মূলত ব্যাংক এবং ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়ে যায়। এতে করে এই দুই খাতের প্রভাবে শেয়ারবাজারে উল্লম্ফন হয়।

ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের দীর্ঘ ১৬ বছর অস্থিরতা ছিল দেশের শেয়ারবাজারে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারত চলে গেলে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে ক্ষমতায় বসেন নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। দেশের সংস্কারের অংশ হিসেবে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় খন্দকার রাশেদ মাকসুদকে। মাকসুদ কমিশন শেয়ারবাজারে স্থিতিশীলতা ফিরাতে নানা পদক্ষেপ গ্রহণ করেন। সর্বশেষ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক শেয়ারবাজারে মূলধনী মুনাফার ওপর করের হার কমানো আর ডিভিডেন্ড বিতরণ-উৎসে কর কর্তন সার্টিফিকেট ইস্যুকরণে বিএসইসির নির্দেশের পর সোমবার ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এনবিআর আর বিএসইসির দুই সিদ্ধান্তের পর মঙ্গলবার শেয়ারবাজারে দুই খাতের প্রতি বিনিয়োগকারীদের বিশেষ আস্থা তৈরি হয়। যার কারণে ব্যাংক আর ওষুধ খাতের প্রভাবে উল্লম্ফন হয়।

এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক ১১২ পয়েন্ট বেড়েছে। ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিন শতাধিক কোম্পানির শেয়ার দর বেড়েছে। আর টাকার পরিমাণে লেনদেন ৪২ কর্মদিবস পর ৮০০ কোটি টাকার বেশি হয়েছে। এদিন ডিএসইতে ব্যাংক খাতের ৩০টি বা ৮৩ শতাংশ আর ওষুধ খাতের ২৬টি বা ৭৬ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

মঙ্গলবারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ১১২.৫২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৪ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ৩০ পয়েন্ট বেড়েছে। আর ‘ডিএসই এস’ সূচক বেড়েছে ২৯ পয়েন্ট।

আজ ডিএসইতে ৮৩৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ২৪ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৯টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩০৪টির, কমেছে ৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির।

এস/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে