ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ঢাবিতে শেখ হাসিনা-কাদেরসহ ফ্যাসিস্ট নেতাদের প্রতীকী ফাঁসি

২০২৪ নভেম্বর ০৪ ১৭:০৫:২৮
ঢাবিতে শেখ হাসিনা-কাদেরসহ ফ্যাসিস্ট নেতাদের প্রতীকী ফাঁসি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘স্বৈরাচার’ শেখ হাসিনাসহ ফ্যাসিবাদি দলের পাঁচ নেতার প্রতীকী ফাঁসি দিয়েছে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (০৪ নভেম্বর) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে শেখ হাসিনাসহ পাঁচ নেতার এই প্রতীকী ফাঁসি দেয়া হয়।

টিএসসির পায়রা চত্বরে একটি প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করেছে ছাত্র অধিকার পরিষদ। সেখানে পরপর পাঁচটি কুশপুত্তলিকায় ৫ জনের ছবি দিয়ে প্রতীকী ফাঁসি দেওয়া হয়েছে।

এরমধ্যে রয়েছেন- আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু ও জাতীয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। ফাঁসির মঞ্চের পর্দা উন্মোচন করেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

প্রতীকী ফাঁসি শেষে তিনি বলেন, আওয়ামীলীগ যেকোনো প্রক্রিয়ায় পুনরায় ফিরে আসতে চাইছে। যারা গণহত্যা করেছে, গুম-খুন করেছে, তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। তাদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধ করতে হবে। তাদের মধ্যে যারা এমপি মন্ত্রী হয়েছে, তাদের বিচার করতে হবে। তিনি আরও বলেন, আমলাতান্ত্রিক, ব্যবসায়িক, আইনী-সকল অঙ্গন থেকে ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎপাটন করতে হবে। ২৪-এর গণআন্দোলনে ছাত্র-জনতা হাত, পা, চোখ হারিয়েছে। মা-বাবা, ভাই-বোন, স্বামী-সন্তান হারিয়েছে। তারা কোনোদিন ফিরে আসবে না। তাহলে আওয়ামীলীগ, জাতীয় পার্টি কীভাবে ফিরে আসবে? আমরা গণঅভ্যুত্থানের চেতনার সাথে বেইমানি করতে পারি না।

তারিক/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে