ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন গ্রেপ্তার

২০২৪ নভেম্বর ০৪ ১০:২৪:৫৪
ছেলেসহ সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : ছেলেসহ রাজধানীর উত্তরা থেকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার বাসা থেকে বিদেশি মুদ্রাসহ কোটি টাকা জব্দ করা হয়েছে।

রোববার দিবাগত রাতে রাজধানীর উত্তরা- ১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় অভিযান। চার ঘণ্টা পর ছেলেসহ গ্রেপ্তার করা হয় সাবেক অতিরিক্ত সচিবকে।

যৌথবাহিনীর অভিযানে নগদ এক কোটি সাড়ে ৯ লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকেই অবসর নেন আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে