ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫
Sharenews24

সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের বোর্ড থেকে অপসারণ

২০২৪ নভেম্বর ০৩ ১৮:০৯:৩৮
সালাম মুর্শেদীকে এনভয় টেক্সটাইলের বোর্ড থেকে অপসারণ

নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইল লিমিটেডের পরিচালক পদ থেকে সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মূর্শেদীকে অপসারণ করা হয়েছে।

শনিবার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের ভোটে তাকে সরানো হয়।

এজিএমে ৮৪.২৪ শতাংশ শেয়ারহোল্ডার সালাম মূর্শেদীর বিপক্ষে ভোট দিয়েছেন বলে কোম্পানি সূত্রে জানা গেছে।

এজিএমে প্রায় ২৫ জন শেয়ারহোল্ডার অংশ নেন। অনিয়মের কারণে ২০২২ সালের জুন মাসে ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পরও সালাম মূর্শেদীর কোম্পানির অফিসের ফ্লোর এবং গাড়ির ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তোলেন শেয়ারহোল্ডার মাহবুবুল হক বাবু।

আরেক শেয়ারহোল্ডার গোলাম ফারুক মূর্শেদীর শেয়ার বিক্রির বিষয়ে স্থগিত রাখতে বোর্ডকে আদালতের আদেশ চাওয়ার পরামর্শ দেন।

এ ছাড়াও শেয়ারহোল্ডার আব্দুল মোতালেব, নুরুল আনোয়ার এবং জাহাঙ্গীর আলম কোম্পানির সুনাম নষ্ট করার জন্য মূর্শেদীকে দায়ী করে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন।

গত ০৫ আগস্ট শেখ হাসিনা পতনের পর ০১ অক্টোবর, খুলনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

২০২২ সালে খুলনার ফুলতলা এলাকায় হত্যা ও হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।

মামুন/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে