ঢাকা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪
Sharenews24

সকালে আশাবাদী হলেও বিকালেই হতাশ বিনিয়োগকারীরা

২০২৪ নভেম্বর ০৩ ১৫:১৬:৩৬
সকালে আশাবাদী হলেও বিকালেই হতাশ বিনিয়োগকারীরা

নিজস্ব প্রতিবেদক: আগের কর্মদিবস বৃহস্পতিবার উত্থান প্রবণতা সপ্তাহের লেদেন শেষ হয়েছে। আগের দিনের উত্থানের ধারাবাহিকতায় আজ সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার উত্থান প্রবণতায় শেয়ারবাজারের লেনদেন শুরু হয়।

লেনদেনের প্রথম ঘন্টায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ৬১ পয়েন্ট বেড়ে লেনদেনও হয়। কিন্তু শেষবেলায় ডিএসইর সূচক ১৪ পয়েন্টের বেশি কমে যায়। যদিও অ্যাডজাস্টমেন্টের পর সূচকের পতন স্থির হয় সাড়ে ৮ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এদিন বেলা ১১ টাকা ০৪ মিনিটে ডিএসইর সূচক আগের দিনের ৫ হাজার ১৯৯ পয়েন্ট থেকে বেড়ে ৫ হাজার ২৬০.৯২ পয়েন্টে উঠে যায়। এ সময়ে ডিএসইর সূচক সাড়ে ৬১ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়।

এরপর সেল প্রেসার বাড়তে থাকলে বাজার ক্রমাগত নিম্নমুখী হতে থাকে। দুপুর ১২ টা ৪২ মিনিটে ডিএসইর সূচক ৪ পয়েন্ট কমে ৪ হাজার ১৯৫ পয়েন্টের ঘরে অবস্থান নেয়।

এ সময়ে বিনিয়োগকারীদের বাই প্রেসার বাড়তে থাকলে সূচকেরও উত্থানও বাড়তে থাকে। দুপুর ১২ টাকা ৫১ মিনিটে ডিএসই সূচক ১৮ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয়।

তারপর সূচক আবারও পেছনে ছুটতে থাকে। বেলা ২টা ১৮ মিনিটে সূচক ৫ হাজার ১৮৬ পয়েন্টের নিচে নেমে যায়। এ সময়ে ডিএসইর সূচক প্রায় ১৪ পয়েন্ট কমে যায়। যা অ্যাডজাস্টমেন্টের পর সাড়ে পয়েন্টে স্থির হয়।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, সপ্তাহের প্রথম কর্মদিবসে বাজার সাধারণত মিশ্র প্রবণতায় থাকে। অতীতে দেখা গেছে সপ্তাহের প্রথমদিন বেশির ভাগ সময়ে নেতিবাচক প্রবণতায় থাকে। আজও তেমনটাই হয়েছে। এতে ঘাবড়ানোর কিছু নেই। তারা বলছেন, আগামীকাল থেকে বাজার আবারও ইতিবাচক প্রবণতায় ফিরবে বলে আশা করা যায়।

রোববারের বাজার পর্যালোচনা

আজ ডিএসইর প্রধান সূচক ‘ডিএসই এক্স’ ৮.৫৪ পয়েন্ট হারিয়ে অবস্থান করছে ৫ হাজার ১৯০ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ‘ডিএসই ৩০’ ১০ পয়েন্ট কমেছে। আর ‘ডিএসই এস’ সূচক কমেছে ২ পয়েন্ট।

আজ ডিএসইতে ৪৩১ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৫৫৬ কোটি ৩০ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৭৮টির, কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির।

এএসএম/

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে