ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধারার নিষেধাজ্ঞা

২০২৪ নভেম্বর ০৩ ০৯:১৪:৩৭
মধ্যরাতে উঠে যাচ্ছে ইলিশ ধারার নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক : সাগরে ইলিশ মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে আজ রোববার মধ্যরাতে। মাছ ধরতে সাগরে যাওয়ার প্রস্তুতি শেষ করেছেন জেলেরা।

ইলিশের প্রজননের জন্য গত ১৩ অক্টোবর থেকে সাগর ও নদীতে মাছ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা দেয় সরকার। এসময় ইলিশ মাছ আহরণ, পরিবহন, বিপণন ও বিক্রি নিষিদ্ধ থাকে।

পূর্ণিমা থেকে অমাবস্যা পর্যন্ত এই সময়ে প্রজনন মৌসুমে সাগর থেকে ঝাঁক বেঁধে মিঠা পানিতে এসে ডিম ছাড়ে মা ইলিশ। ২২ দিনের নিষেধাজ্ঞা সফল করতে তৎপর ছিলেন মৎস্য বিভাগসহ প্রশাসনের কর্মকর্তারা। সাগর ও নদীতে অভিযান চালিয়ে অনেক জেলেকে জরিমানা ও কারাদণ্ড দিয়েছে মৎস্য বিভাগ। তারপরও বিভিন্ন নদীতে ইলিশ ধরে প্রকাশ্যে বাজারে বিক্রি করার খবর বেরিয়েছে গণমাধ্যমে।

মৎস্য খাতসংশ্লিষ্টদের আশা, নিষেধাজ্ঞার পর সাগরে গিয়ে জাল ফেললেই জেলেদের জালে ধরা পড়বে ঝাঁকে ঝাঁকে রুপালি ইলিশ।

এদিকে নিষেধাজ্ঞাকালীন সরকার ঘোষিত সহায়তার চাল বেশির ভাগ ক্ষেত্রেই প্রকৃত জেলেরা পাননি বলে বিভিন্ন এলাকা থেকে অভিযোগ উঠেছে। এই সময়ে কর্মহীন ছিলেন জেলেরা। তারমধ্যেও ধার দেনা ও মহাজনদের কাছ থেকে ঋণ নিয়ে সাগরে যাওয়ার প্রস্তুতি নেন তারা। শেষ করেন ট্রলার মেরামত, জাল বোনাসহ আনুসঙ্গিক কার্যক্রম।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে