ঢাকা, বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
Sharenews24

মেট্রোরেলের এমআরটি পাসের নিবন্ধন ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ

২০২৪ নভেম্বর ০২ ১০:১৮:২৪
মেট্রোরেলের এমআরটি পাসের নিবন্ধন ৭ নভেম্বর পর্যন্ত বন্ধ

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল ভ্রমণের জন্য নিজস্ব ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পাসের নতুন নিবন্ধন সাময়িকভাবে বন্ধ রেখেছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

একইসঙ্গে নষ্ট থাকা কার্ডগুলোর নবায়নও বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

ডিএমটিসিএলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামী ৭ নভেম্বর পর্যন্ত কার্ড রেজিস্ট্রেশন ও পুনরায় ইস্যু করার সুবিধা বন্ধ থাকবে।

যাত্রীদের সাময়িক এ অসুবিধার জন্য পোস্টে দুঃখ প্রকাশও করেছে কর্তৃপক্ষ।

ডিএমটিসিএল'র গণসংযোগের দায়িত্বে থাকা নাসমুল ইসলাম ভুঁইয়া বলেন, আমাদের সিস্টেম আপগ্রেডের কাজ চলছে। এজন্য এক সপ্তাহের জন্য এমআরটি পাস ইস্যু ও এর রিনিউ বন্ধ থাকবে। ৭ তারিখের পরে যথারীতি আবার এ কার্যক্রম পুনরায় চালু হবে।

এস/

শেয়ারনিউজ২৪ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর



রে